গ্রীস্মকালে ঘাম জমে জমে, ত্বকের উপর একপ্রকার দানা দানা তৈরী হয়ে থাকে,তাকে ঘামাচি বলা হয়ে.ঘাড়ে,গলায়,কপালে এগুলি বেশি হয়ে থাকে.অত্যন্ত কষ্ট দায়ক এই ঘামাচি,প্রচন্ড ইরিটেশন হয়ে ফলে অনেক সময়ে আমার নখ দিয়ে আচড়াতে গিয়ে নখের বিষে বাড়িয়ে ফেলি,এরফলে আবার ত্বক ও খস খসে হয়ে ওঠে. এগুলি সাধারণত তাদের ই বেশি হয়ে যারা প্রচন্ড ঘামেন এবং রোদের তাপ সহ্য করতে পারেন না.
প্রতিকার -
১)কাজু বাদামের তেল ব্যবহার করুন.
২)স্রানের এক ঘন্টা আগে ১ চামচ সোডা,এক কাপ গল্প জলের সাথে মিশিয়ে ব্যবহার করুন .
৩)একফালি আপেল কেটে ঘামাচি স্থানে হালকা হাতে ঘষে নিন.
![]() |
| Skin Rashes on Summer |
৪) ১ চামচ নিমপাতা বাটা,লবঙ্গ ৩-৪ টা,তুলসীপাতার রসে মিশিয়ে ঘামাচির জায়গাগুলি টা ১০ মিনিট লাগিয়ে রাখুন,
৫)১ চামচ চন্দন বাটা ,১ চামচ কাঁচা হলুদ,ও ১ চিমটে কর্পূর মিশিয়ে ব্যবহার করুন.
৬)লজ্জাবতী পাতার রস লাগলেও ঘামাচির হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব.
তাছাড়া রোদে কালো ছাতা ,চশমা ব্যাবহার করুন,কখনোই গরম কালে পাউডার লাগিয়ে বেরোবেন না তাতে ও ঘামাচি হয়ে,জল খান বেশি করে,ঘাম মুছে ফেলুন সুতির কাপড় দিয়ে তা শুকনো অথবা ভিজিয়েও নিতে পারেন.
পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি আর পেতে থাকুন ফ্রি টিপস -
শরীরে বিভিন্ন জায়গা তে কালো ছোপ উঠবার পদ্ধতি - জেনে নিন!
(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)







0 comments:
Post a Comment