খুব সহজ উপায়ে একটু ধৈর্য নিয়ে কয়েকটা বিষয়ে অনুসরণ করলেই ব্রণ, ফোঁড়া, রোদে পড়া এই সব বিভিন্ন দাগ থেকে মুক্তি পাওয়া যায়.
১)পুরানো টক দই ও সামান্য বিট নুন মিশিয়ে ৪-৫ দিন সপ্তাহে লাগান .
২) কাঁচা হলুদ,বেসন র টক দই একসাথে করে ৪-৫ দিন ব্যবহার করুন
![]() |
| How to remove black spot from skin |
.
৩)ক্লিনিংজিঙ্ক মিল্ক ও চিনি মিশিয়ে ব্যবহার করুন ৪-৫ দিন.
৪) গাজর বাটা/রস ,মুলতানি মাটি,কমলা লেবুর রস ,পাতিলেবুর রস একসাথে মিশিয়ে ১/২ ঘন্টা লাগিয়ে রাক্ষুন তারপর জল দিয়ে ধুয়ে নিন.৩ দিন.
৫)দুধের সোর্,কাঁচা হলুদ বাটা মিশিয়ে লাগান.দাগ-ছোপ দূর হবে.
৬)ছানা ও বেসন একসাথে মিশিয়ে লাগিয়ে নিন,,২-৩ দিন.৭) গাদা ফুলের পাপড়ি,চন্দন,মধু,দুধ একসাথে মিশিয়ে 20 মিনিট লাগিয়ে রাখুন.
এগুলির মধ্যে যেকোনো একটি ব্যবহার করুন সুফল বাঞ্চনীয়. কেউ চাইলে নিয়মিত একটু আলু/শশার রস ও ব্যবহার করতেই পারেন, তবে নিয়মিত এক্ষেত্রে.
পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি আর পেতে থাকুন ফ্রি টিপস -
দৈনন্দিন রূপ চর্চার সহজ কিছু টিপস ?
(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)







0 comments:
Post a Comment