সুন্দর মুখ বলতে বোঝায় দাগ ছোপ বিহীন ,পরিষ্কার ও উজ্জ্বল ত্বক কিন্তু সে ক্ষেত্রে আজকাল মুখে ব্রোনোর উৎপাত এ মুখ হয়ে ওঠে বিশ্রী. ব্রণ কম বয়স থেকে বেশি বয়স সকলের কাছেই একটি সমস্যা. বিভিন্ন কারণে এ ব্রণ হয়ে থাকে শরীরে হরমোন পরিবর্তনের জন্য ১৩-১৬ বছর বয়েসে খুব ব্রণ সমস্যা হয়ে ছেলে-মেয়ে উভয়েরই ,তাছাড়া তৈলাক্ত ত্বক ,নিয়মিত মুখের যত্ন না নেওয়া ইত্যাদি কারণে স্কিনে ফাঙ্গাস ইনফেকশন, পেট পরিষ্কার না থাকলে, মাথার ত্বক পরিস্কার না থাকলে,কিন্তু সব কিছুর ই প্রতিকার আছে,এখানে যে প্রতিকার এর কথা দাওয়া হলো তা হারবাল এবং অত্যন্ত ভাবে কার্যকর.
![]() |
| home made remedies for pimples |
১ -ছাতু,নিমপাতা,লেবুর রস,মিশিয়ে ১০-টো মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন,১ মাসে অন্তত ১২ দিন.
২- ১ চামচ নিমপাতা রস,২ চামচ মধু,১/২ ক্যালমোচ হলুদ বাটা ,১ চামচ বেসন মিশিয়ে লাগালে ব্রণ কমে.
৩- জায়ফল বেটে ব্রণ তে লাগান উপকার নিশ্চিত.
৪- সাদা চাসন্দান ও গোলাপ জল মিশিয়ে প্রতি রাতে লাগান বা ২-৩ দিন.
৫- কর্পূর ভেজানো জল দেহের অন্য কোনো স্থানে ব্রণ হলে লাগান.
৬- নিমপাতা,চন্দন.হলুদ বাটা মিশিয়ে লাগান,৩-৪ দিন
৭- কালো সর্ষে,সাদা ধুনো,লোধ ছাল ১ চামচ করে সব কোটি নিয়ে ভালো করে ধুয়ে বেটে নিয়ে মুখে লাগালে ব্রণ কমবে.
পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি আর পেতে থাকুন ফ্রি টিপস -
পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি আর পেতে থাকুন ফ্রি টিপস -
চুল পড়া কি ভাবে কমানো যাবে ?
(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)







0 comments:
Post a Comment